ওয়ার্ডপ্রেস না ব্লগার - ব্লগ সাইট তৈরি করার জন্য কোন প্লাটফর্মটি ভালো?

Last Updated: 
ডিসেম্বর 23, 2022
ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস, দুটিই ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার । ব্লগ সাইট তৈরি করতে কোনটি ভালো? এই প্রশ্নের উত্তর হল- এটা নির্ভর করে আপনার চাহিদার উপর। ব্লগার একটি ফ্রিতে সাইট হোস্টিং করা যায়, যা নতুনদের জন্য উপযুক্ত। অন্যদিকে ওয়ার্ডপ্রেস প্রফেশনাল ব্লগারদের প্রথম পছন্দের। কিন্তু, আপনার জন্য কোনটি ভালো হবে? চলুন জেনে নেই এই দুই প্লাটফর্ম সম্পর্কে ভালো, মন্দ, এরপর আপনি নিজেই বলতে পারবেন কোনটি আপনার জন্য সেরা...

আপনি যদি ব্লগিং শুরু করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস এবং ব্লগার সম্পর্কে শুনেছেন। এরা হল- ব্লগিং ওয়েবসাইট তৈরি ও কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার জগতের সবচেয়ে জনপ্রিয় দুটি প্লাটফর্ম।

নতুন ব্লগ সাইট তৈরি করার সময়, আমাদের একটি CMS বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে হয়। কেননা, নতুন অবস্থায় আমাদের বাজেট, ব্লগিং ও ওয়েব ডিজাইন স্কিল থাকে না বললেই চলে। এই CMS- গুলো আমাদের ওয়েবসাইটের ডিজাইন, আর্টিকেল, ইমেজ, ভিডিও-র সঠিকভাবে ব্যবস্থাপনার মতো আরও সবগুরুত্বপূর্ণ কাজগুলো করে দেয়। ব্যবস্থাপনা মানে - স্টোর, মডিফাই, এডিট, পাবলিশ, ড্রাফ্‌ট, বা ডিলিট করা ইত্যাদি।

বিঃদ্রঃ এখনে ব্লগার বলতে Blogger.com ও ওয়ার্ডপ্রেস বলতে wordpress.org কে বুঝানো হয়েছে।

সুতরাং বুঝতেই পারছেন ওয়ার্ডপ্রেস বা ব্লগার এর গুরুত্ব। কিন্তু এখন প্রশ্ন হল- সেরা কোনটি? আসুন জেনে নিই...

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস ব্লগিং

ওয়ার্ডপ্রেসের কথা বলি, তাহলে একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার বা ব্লগিং প্ল্যাটফর্ম , যা হল একটি সম্পূর্ণ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)। যা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে কিন্তু ওয়ার্ডপ্রেস এর মজা নিতে এখানে আপনার একটি ডোমেইন এবং হোস্টিং কেনার প্রয়োজন হবে। ওয়ার্ডপ্রেসে আপনি খুব সহজেই ই-কমার্স, পোর্টফলিওর মত সাইট তৈরি করতে পারবেন। বিশ্বের প্রায় 35% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। আর সিএমএস ব্যবহার করা সাইটগুলোর মধ্যে ওয়ার্ডপ্রেসের শেয়ার প্রায় 61.8%।

ব্লগার কি?

ব্লগার ব্লগিং

ব্লগার একটি বিনামূল্যের ব্লগিং প্ল্যাটফর্ম, যা গুগলে মাদার কোম্পানি অ্যালফাবেট কর্পোরেশন এর সম্পতি। ব্লগারে, আপনি বিনামূল্যে আপনার নতুন ব্লগ বা নতুন ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখানে আপনি ফ্রিতে ডোমেইন (সাব ডোমেইন) ও হোস্টিং পাবেন। তবে, সাব ডোমেইন যেহেতু এসইও র‍্যাঙ্কিং এর জন্য ভাল নয়, এটি আপনাকে একটি ডোমেইন কিনে শুরু করতে হবে। তবে এখানে হোস্টিং পরিবর্তন সম্ভব না।

ওয়ার্ডপ্রেস বনাম ব্লগার - পার্থক্য ও সাদৃশ্য কি?

নিচের টেবিলটি ভালো করে লক্ষ্য করুন।

বিবাদের বিষয়ওয়ার্ডপ্রেসব্লগার
টাইপফ্রি, ওপেন সোর্স, আপনি নিজের হোস্টিং এ এটি সেটআপ বা ইন্সটল দিতে পারবেন।ফ্রি, নিজের হোস্টিং এ এটি সেটআপ বা ইন্সটল দিতে পারবেন না।
ইন্সটলনিজে করে নিতে হয়, কিন্তু সেটা সহজ।করাই থাকে, ইন্সটল এর ঝামেলা নাই।
থিম/টেম্পলেটফ্রি-তে হাজার হাজার থিম আছে। পেইড ও অনেক থিম।ফ্রি ও পেইড থিম বা টেম্পলেট আছে তবে তুলনামুলক কম।
থিম/ টেম্পলেট ডিজাইন ও ডেভেলপমেন্টসহজ, মোটামুটি আপনার ইচ্ছে মতো করা যাবে। এটি PHP, HTML, CSS ব্যবহার করে। ভিজুয়্যাল এডিটিং অনেক পাওয়ার ফুল। সুতরাং, কোডিং না জানলেও হবে।একটু ঝেমেলার, বিশেষ করে আপনার ইচ্ছে মতো করতে গেলে। এটি XML ও CSS দিয়ে করা। ভিজুয়্যাল এডিটিং করা যায় তবে খুব লিমিটেড। কোডিং না জানলে ডিজাইন ও ডেভেলপমেন্ট সম্ভব না।
প্লাগিনফ্রি ও পেইড হাজার হাজার।ফ্রি কিন্তু হাতে গোনা ১০-১২টি। প্রয়োজনীয় অনেক প্লাগিন -এর অভাব আছে।
ডোমেইনফ্রি সাবডোমেইন বা কাস্টম ডোমেইন যোগ করা যায়।ফ্রি সাবডোমেইন বা কাস্টম ডোমেইন যোগ করা যায়।
হোস্টিংপিএইপি ও ডাটাবেস সাপোর্ট আছে এমন সব হোস্টিং ব্যবহার করা ও একটি থেকে অন্যটিতে ম্যাইগ্রেসন করা যাবে।গুগলের ফ্রি হোস্টিং ব্যবহার করতে হবে।
ড্যাশবোর্ডভালো, সহজ ও পাওয়ারফুলভালো, সহজ তবে এতটা পাওয়ারফুল না।
ব্যবহার সহজতা সহজ, যেহেতু অনেক কিছু করার সুযোগ আছে তাই নতুনদের অনেক কিছু শিখতে হয়।সহজ।
মালিকানাআপনার সম্পূর্ণ মালিকানা থাকবে।ব্লগার গুগলের একটি পণ্য। আপনি এর মালিক নন।
নিরাপত্তাআপনাকে আপনার ব্লগের নিরাপত্তা দেখতে হবে।ব্লগারের নিরাপত্তা ভালো, যা গুগল নিজেই প্রদান করে।
উপার্জনঅনলাইনে আয় করা যায় এমন যেকোনো মাধ্যমে উপার্জন করা যায়।অনলাইনে আয় করা যায় এমন যেকোনো মাধ্যমে উপার্জন করা যায়।
খরচডোমেইন ও হোস্টিং দুটোতেই বিনিয়োগ করতে হয়। নতুনে সাইটের জন্য যা ৳১৫০০-৳৫০০০ হয়।কাস্টম ডোমেইন কিনতে খরচ হয়। নতুনে সাইটের জন্য যা ৳১২০-৳১৫০০ বিনিয়োগ করতে হয়।
এসইওএসইওতে ওয়ার্ডপ্রেস সেরা। মোটামুটি এসইও-র যেকোনো কাজ করা যাবে।

পোস্ট এবং পেজগুলিতে টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজ Alt-টেক্সট, এবং কাস্টম URL যোগ করতে পারবেন। সাইটের কোডের প্রতিটি অংশের অপ্টিমাইজ করা যাবে। আপনার যদি কোডিং দক্ষতা না থাকে, তাহলে আপনি এর প্লাগইন ডিরেক্টরি থেকে কিছু ফ্রি এসইও টুল উদাহরণস্বরূপ, Yoast SEO বা Rank math প্লাগইন ইনস্টল করতে পারেন। এক ক্লিকে XML সাইটম্যাপ তৈরি এবং আপডেট করতে করতে পারবেন৷
ব্লগারের, আপনি সার্চ ইঞ্জিনের অপ্টিমাইজ করতে বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন ৷

যেমনঃ পারমালিঙ্ক (তবে লিংক থেকে ডেট সরাতে পারবেন না), পোস্ট এবং পৃষ্ঠার শিরোনাম, ইমেজ অল্ট টেক্সট যোগ করা এবং সার্চ ইঞ্জিনগুলিকে নির্দিষ্ট লিঙ্কগুলি অনুসরণ না করতে বলতে পারেন৷ রোবট টেক্সট তৈরি করা গেলেও সাইটম্যাপ তৈরি করতে পারবে না।
মোবাইল ব্লগিংহ্যাঁ. Android, iOS, Blackberry, Windows Phone, এবং Nokia দিয়ে করা যাবে।হ্যাঁ. অ্যান্ড্রয়েড এবং আইওএসে দিয়ে করা যাবে।

ব্লগ সাইট তৈরি করার জন্য কোন প্লাটফর্মটি ভালো

ব্লগার এবং ওয়ার্ডপ্রেস উভয়েরই তাদের জায়গা রয়েছে এবং নির্দিষ্ট ধরণের ব্যবহারকারীদের জন্য উপযোগী।যাইহোক, এখন আমি আপনাকে সাহায্য করবো - আপনার কোনটি বেছে নেওয়া উচিত সেই বিষয়ে।

ব্লগার কখন সিলেক্ট করবেন?

নিচের পয়েন্টগুলো যদি আপনার সাথে মিলে যায় (অন্তত একটি) তাদের ব্লগারে সাইট করা উচিত।

  • এখন নতুন ব্লগার, যে আসলেই এর আগে কখনো ব্লগ সাইট করেন নাই,
  • বিনিয়োগ করার উপায় নাই, ফ্রিতে শুরু করতে হবে, ও আয় করতে হবে।
  • ব্লগিং শিখতে চাচ্ছেন,
  • শুধু শুধু একটা ব্লগ সাইট তৈরি করতে চাচ্ছেন,

ওয়ার্ডপ্রেস কখন সিলেক্ট করবেন?

নিচের পয়েন্টগুলো যদি আপনার সাথে মিলে যায় (অন্তত একটি) তাদের ওয়ার্ডপ্রেসে সাইট করা উচিত।

  • ব্লগিং- এ ড্যাম সিরিয়াস,
  • ব্লগিং নিয়ে অনেক রিসার্চ করেছেন,
  • এসইও প্র্যাকটিস করতে চাচ্ছেন,
  • প্রফেশনাল ব্লগার হতে চান।
S M Lutfor Rahman
S M Lutfor Rahman
Hailing from Bagerhat, Bangladesh, Specializing in SEO, Google Adsense, and Affiliate Marketing, my expertise is grounded in both practical application and continuous learning.I'm your Bangla-speaking guide to online marketing mastery! I devour digital knowledge and translate it into bite-sized tutorials. Whether you're a curious newbie or a seasoned pro, this blog equips you with the latest trends and actionable tips to conquer the online world, Bangladeshi style.Join our supportive community and let's unlock your digital potential together!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই সম্পর্কিত আরও পোস্ট

Ready for Action?

এসইও বা ডিজিটাল মার্কেটিং করে আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্কিং, ভিজিটর  বা সেল বৃদ্ধি করতে চান? আমাদের সাথে যোগাযোগ করুন। 
Let's Start
(+880) 1999-690205